গোলাগুলিতে মাদক কারবারি নিহত

জেলা প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের সদর উপজেলায় দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলিতে হামিদুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে হামিদুল ইসলাম চিহ্নিত মাদক কারবারি। তার বাড়ি সদর উপজেলার বুড়িপোতা গ্রামে। তার নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সোমবার রাতে সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে তারা মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুলের মরদেহ পড়ে আছে দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গোলাগুলিতে হামিদুল নিহত হয়েছে।

স্বাআলো/ডিএম

.

Author