
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় গুজব প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি পৌর শহর এবং উপজেলা শহরের বিভিন্ন গ্রামে এই মাইকিং করা হয়। একইভাবে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের পক্ষেও উপজেলার সর্বত্র মাইকিং করে সতর্ক করা হয়।
মাইকিংকালে জনসাধারণকে সতর্ক করা হয় কোন প্রকার গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় আরো বলা হয় সম্প্রতি দেশের বিভিন্নস্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ও আহতের ঘটনা ঘটছে। এ থেকে সবাই সতর্ক থাকুন। অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে চৌগাছা থানা পুলিশের নিকট অথবা ৯৯৯ নাম্বারে কল করে জানাতে বলা হয়।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে আহত ও নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে এই মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে থানার পক্ষে মাইকিংয়ের উদ্বোধন করেন চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব। এসময় থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে মাইকিংয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।
আরো পড়ুন >>> গুজব রোধে কাজ করছে ৬১ লাখ আনসার ও ভিডিপি সদস্য
এরআগে চৌগাছা থানার ফেসবুক পেইজ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও ওসির ব্যক্তিগত ফেসবুক ও অফিসিয়াল পেইজে এ বিষয়ে সতর্ক করে পোস্ট দেয়া হয়।
স্বাআলো/এএম
.
Admin
