
রংপুর ব্যুরো : ছেলে ধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে প্রচারণায় নেমেছে রংপুরের পীরগাছা, কাউনিয়া, গঙ্গাচড়া ও হারাগাছ থানা পুলিশ। বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা, হাট-বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও রাস্তার মোড়সহ জনবহুল স্থানে গিয়ে গুজব ঠেকাতে প্রচারণা চালাচ্ছে তারা। এছাড়াও মাইকিং করে জনসাধারণকে গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য আহব্বান জানান।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেলে পর্যন্ত পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলা, হারাগাছ থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে এই বিষয়ে প্রচারণা শুরু হয়েছে।
পীরগাছার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে আগের তুলনায় উপস্থিতি কমে গেছে। গুজবের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছে না। তবে এটা যে গুজব তা শিক্ষার্থী ও অভিভাবকদের আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি।’
আরো পড়ুন>> রংপুর উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি
পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য মাইকিং ও উঠান বৈঠকসহ আমরা উপজেলার জনবহুল স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালাচ্ছি।
কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মিথ্যে, বিভ্রান্তিকর গুজবে কান দিয়ে গণপিটুনির নামে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন এবং দ্রুত থানা পুলিশ বা ৯৯৯ নাম্বারে জানান মাইকিং করে সাধারণ মানুষকে সেই অনুরোধ করা হয়েছে।
স্বাআলো/এম
.
Admin
