
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দলের গঠনতন্ত্র পরিপন্থী বলে দাবি করেছেন রওশন এরশাদ। সোমবার রাতে দলকে পাঠানো এক চিঠিতে তিনি এই দাবি করেন।
চিঠিতে রওশন এরশাদ বলেন, জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নন।তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জিএম কাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। দলীয় ফোরামে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে যে ঘোষণা করা হয়েছে তা দলের গঠনতন্ত্র পরিপন্থী।
জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন জিএম কাদের
স্বাআলো/ডিএম
.
Author
Admin
