
রংপুর ব্যুরো : জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করেছেন দলের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বিকেলে এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করেন। এর আগে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতির নেতৃত্বে এরশাদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করেন।
আরো পড়ুন>> জাতীয় পার্টির চেয়ারম্যান ইস্যুতে মুখ খুললেন রওশন এরশাদ
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভরায়, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, কার্য্যনির্বাহি সদস্য শাফিউল ইসলাম শাফিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
স্বাআলো/এম
.
Author
Admin
