ট্রাক চাপায় গণপাঠাগারের কর্মী নিহত

রংপুর ব্যুরো : পীরগঞ্জের লালদিঘি বালুয়া রোডের মকিমপুরে ট্রাক চাপায় যমুনা রাণী নামে মোটরসাইেকল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত যমুনা রানী (৩৮) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শিশু শিক্ষা বিষয়ক গণপাঠাগারে চাকরি করেন।

স্থানীয়রা জানায়, লালদিঘি বালুয়া রোডের মকিমপুরে একটি ট্রাক মোটরসাইকেল আরোহী ওই নারীকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরো পড়ুন>> রংপুর উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেছেন।

পীরগঞ্জ থানার ওসি সরেষ চন্দ্র সড়ক দুর্ঘটনায় নারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এম

 

.

Author