নগ্ন হয়ে অভিনয় করলেন তামিল নায়িকা (ভিডিও)

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে নগ্ন হয়ে অভিনয় করে ঝড় তুলেছেন তামিল এই নায়িকা। টিজার প্রকাশের পর থেকেই ইন্টারনেটে ঝড় তুলেছে অমলা পল অভিনীত এই ছবি।

তামিলনাড়ুর আনাইথু মাক্কাল কাটচি দলের প্রতিষ্ঠাতা রাজেশ্বরী প্রিয়া। তিনিই তামিল সংস্কৃতির অবমাননার বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তিনি চেয়েছিলেন হলে এই ছবির প্রদর্শনী বন্ধ করতে। কিন্তু তাঁর মামলা প্রদর্শনী বন্ধ করতে পারেননি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া এই ছবির।

টিজারে দেখা যায় এক নগ্ন তরুণী, তার নগ্নতাকে আবৃত করার জন্য একটি কুড়িয়ে পাওয়া একটি ভাঙা আয়নাকে সম্বল করে এগিয়ে যান। এভাবেই তিনি শহরের রাস্তায় নামে, তারপর সন্তর্পণে পথ চলতে থাকেন। নগ্ন তরুণীর দৃশ্যে অভিনয় করা এই তরুণীই অমলা পাল।

আরো পড়ুন>>> অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া

‘আদাই’-এ অভিনয়ের জন্য ইতোমধ্যেই সিনেমা প্রেমীদের একাংশ অমলার প্রশংসা করেছেন। অবশ্য কেউ কেউ তাঁর সমালোচনাতেও সুর মেলাচ্ছেন। আর এ সবের মধ্যেই গতকাল ওই ছবির নগ্ন দৃশ্যটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অমলা। তার পরই ভাইরাল হয়েছে সেটি।

https://www.instagram.com/p/B0LX0pCDt7x/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

স্বাআলো/এএম

.

Author