
জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে বিএসএফ’র গুলিতে জসিম উদ্দিন (৩০) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছে। জসিম উদ্দিনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার শিংরোড গ্রামে।
আজ মঙ্গলবার সকালে ভুজারিপাড়া সীমান্তে এই ঘটনাটি ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, জসিম সকালে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করলে বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রেরণ করেন।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্বাআলো/এসএ
.
Author
Admin
