প্রধানমন্ত্রীর চোখে সফল অস্ত্রোপচার   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখের অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে লন্ডনের একটি হাসপাতালে এ অস্ত্রোপাচার সম্পন্ন হয়। এখন তিনি সুস্থ আছেন। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম লন্ডন থেকে জানান, সোমবার বিকেলে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন।

প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল ডিজিটালি স্বাক্ষর করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ১৯ জুলাই লন্ডনে পৌঁছার পর একাধিক গুরুত্বপূর্ণ ইলেট্রনিক ফাইল স্বাক্ষর করেন।

আরো পড়ুন>>> সাবেক পররাষ্ট্রমন্ত্রী হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।

শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন।

স্বাআলো/এএম 

.

Author