প্রিয়া সাহাকে গ্রেফতারের দাবি 

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তা দেশবিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বলে মনে করে ‘আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। এ ধরনের বক্তব্য দেয়ায় তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সংগঠনটি মণিরামপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি দিলীপ কুমার ব্যানার্জী, সহসভাপতি ডা. বেলায়েত আলী, সাংগঠনিক সম্পাদক চন্ডিপদ দাস, যুগ্ন সম্পাদক আজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শফিকুজ্জামান মন্টু, আব্দুল্লাহ আল মামুন, আবুল বাশার, ফুরাদ হোসেন, মনিরুজ্জামান প্রমুখ।

স্বাআলো/এসএ

.

Author