
বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোল সীমান্তে এক বাংলাদেশী বিএসএফ’র গুলিতে আহত হয়েছে। তার বাড়ি শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে।
স্থানীয় সূত্রের দাবি বিএসএফ’র গুলিতে আহত সাইদুর রহমান একজন মানব পাচারকারী। সে মঙ্গলবার ভোরে একদল নারী-পুরুষ নিয়ে রঘুনাথপুর সীমান্তের মাঠ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় সুটিয়া ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে।গুলি তার হাতে ও পিঠে লেগেছে । পরে তার সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে।
আহত সাইদুরের মা মমতা বেগম জানান, সাইদুর মঙ্গলবার ভোরে ভারতের বেলগাঁও থেকে গরু নিয়ে ফেরার সময় বেনাপোলের পদ্মার মাঠে পৌছালে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পিঠে বিদ্ধ হয়। বর্তমানে সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন জানান,এলাকাবাসীর মাধ্যমে মঙ্গলবার ভোরে জানতে পারি সাইদুর রহমান নামে এক জন বিএসএফের গুলিতে আহত হয়েছে।
যশোর জেণারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার কাজল মল্লিক জানান, সাইদুর রহমান গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাআলো/আরবিএ
.
Admin
