
বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোল সীমান্তে ১০ কেজি গাঁজাসহ সবুজ মিয়া (২০)ও সায়রা বেগম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি ।
সবুজ মিয়া বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের হয়রত মাঝির ছেলে ও সায়রা বেগম একই গ্রামের এরশাদুল ইসলামের স্ত্রী ।
আরো পড়ুন>> বেনাপোলে এক বাংলাদেশী গুলিবিদ্ধ
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল বিওপির নায়েক রফিকুল ইসলামের নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে পৃথক দুইটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বেনাপোল রেলষ্টেশন ও বোয়ালিয়া পশ্চিমপাড়া (বেনাপোল পোর্ট থানাধীন) হতে ১০ কেজি গাঁজা এবং ২টি ভারতীয় মোবাইলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
স্বাআলো/এম
.
Author
Admin
