যশোরে সাজু হত্যার আটক শান্তর জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর শহরের পুরাতন কসবার ওয়েল্ডিং মিস্ত্রি নয়ন চৌধুরী সাজু হত্যায় আটক জয়নাল হোসেন শান্ত (১৯) আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে হত্যার সাথে নিজেকে জড়িয়ে জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করেছে। পুলিশ তদন্ত স্বার্থে অন্যান্য আসামিদের নাম প্রকাশ করেনি।

যশোর ডিবি পুলিশের এসআই আব্দুল মালেক সংগীয় ফোর্স নিয়ে সোমবার যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে জয়নাল হোসেন শান্তকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করেন।

আজ মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে (সদর) ম্যাজিষ্ট্রেট সম্পা বসুর নিকট হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকাররোক্তি দেন।

আরো পড়ুন>> বেনাপোলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রসঙ্গত. নয়ন চৌধুরী সাজু হত্যায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালছাবিল আহমদ জিসানকে প্রধান করে ১৬ মার্চ  ৪জনের নাম উল্লেখ করে ৭/৮ জনের বিরুদ্ধে তার ভাই রতন চৌধুরী রাজু মামলা দায়ের করেন। এ পর্যন্ত পুলিশ কোন আসামিকে আটক করতে না পারলেও সোমবার জয়নাল হোসেন শান্তকে আটক করে।

মামলার অন্যান্য আসামিরা হলেন, যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার খায়রুলের ছেলে পাভেল, মিশনপাড়ার ছোট খোকনের ছেলে রাব্বি, একই এলাকার খোকনের ছেলে রনি।

মামলায় উল্লেখ করা হয়, চাঁদার ২ লাখ টাকা না দেয়ায় চলতি বছরের ১৩ মার্চ বুধবার রাত সাড়ে ১১টার দিকে জিসানের নেতৃত্বে পাভেল, রাব্বি, রনিসহ একদল দুর্বৃত্ব লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরদিন বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজুর মৃত্যু হয়।

স্বাআলো/এম

.

Author