র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর প্রধানসহ নিহত ২

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের পূর্ব-সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংলার খাল এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু খালেক বাহিনী প্রধানসহ দুই বনদস্যু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে  বরিশাল র‌্যাব-৮ এর একটি টহল দলের সাথে এ বন্দুক যুদ্ধ হয়।

নিহতরা হলো, বনদস্যু খালেক বাহিনীর প্রধান আব্দুল খালেক (৪৮) তার সহযোগি বেল্লাল (২৯)।

নিহতদের বিস্তারিত পরিচয় এবং উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সংখ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব সদস্যরা সাংবাদিকদের নিশ্চিত করতে পারেনি।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সজিবুল ইসলাম সকাল ১০টার দিকে জানান, সাগরে মাছ আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। তাই ইলিশ মৌসুমে সাগরের উপর নির্ভরশীল জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সুন্দরবন ও সাগরে টহল জোরদার করে।

নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে র‌্যাবের একটি দল সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় যায়। এসময় বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলিবর্ষণ শুরু করে।  র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। রাত সাড়ে তিনটা থেকে ভোর প্রায় সাতটা পর্যন্ত থেমে থেমে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীণে চলে গেলে র‌্যাব সদস্যরা জোংড়ার খাল এলাকায় তল্লাসি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ ও বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করে। দিনের আলো ফুটলে নদীতে থাকা জেলেরা সেখানে এসে এই দুজনকে খালেক বাহিনীর সদস্য বলে সনাক্ত করেন বলে র‌্যাবের এই কর্মকর্তা দাবি করেছেন। নিহতদের মরদেহ খুলনার দাকোপ থানায় পাঠানো হবে।

স্বাআলো/আরবিএ

.

Author