সৌদিতে বাংলাদেশি ১৩ হজযাত্রীর মৃত্যু

আন্তজার্তিক ডেস্ক : হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা, মদিনা, জেদ্দায়  ১৩ বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১১ জন পুরুষ ও দুজন নারী। বিষয়টি নিশ্চিত করেছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ২২ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১০৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১০০টি হজ ফ্লাইটে এ সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

এরমধ্যে মোট ২০৮টি হজ ফ্লাইটে ৪ হাজার ৬০৪জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৯ শ’ ৮৬ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

স্বাআলো/এসএ

.

Author