ইমরোজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজন আটক, পুলিশের অস্বীকার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ঘের ব্যবসায়ী ইমরোজ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ধেহে পুলিশ আনিছুর রহমান ও মোস্ত নামে দুইজনকে আটক করেছে। বুধবার বিকালে পুলিশ তাদের আটক করে। তাদের একজনকে হাতকড়া পরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ তাদের আটকের কথা অস্বীকার করছে।

স্থানীয়রা জানিয়েছেন, আজ বুধবার বিকেলে যশোরে পুলিশের একটি দল খালদার রোডের আনিছুরের বাড়িতে অভিযান চালায়। এসময় আনিছুর রহমান ও মোস্তকে পুলিশ আটক করে।

আটকের পর পুলিশ আনিছুরকে হাতকড়া পরা অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়। অপর আটক মোস্তকে নিয়ে পুলিশ অভিযানে বের হয় বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে যশোর কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, ইমরোজ হত্যার সাথে জড়িত সন্ধেহে একজনকে নিয়ে আনা হয়েছে। অন্য কাউকে আনা হয়নি। অপর এক প্রশ্নে মোস্তকে আটকের কথা অস্বীকার করেন।

তবে মোস্তর পিতা আজম দাবি করেছেন, আজ বুধবার বিকেলে পুলিশের একটি দল মোস্তকে আটক করেছে। তার সন্ধানে পুলিশের বিভিন্ন বিভাগে খোঁজ নিয়েছি। কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না।

স্বাআলো/এসএ

.

Author