
বিনোদন ডেস্ক : সম্প্রতি, মা সালমা খানের সঙ্গে হাতে হাত ধরে মিউজিকের তালে কোমর দোলাতে দেখা গেল সালমানকে। সেই ভিডিও সালমান নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে।
ছেলের পাল্লায় পড়ে দীর্ঘক্ষণ নাচতে নাচতে ক্লান্ত সালমা খানের মা শেষ পর্যন্ত নাচ গান বন্ধ করতে বলেন বলে জানাচ্ছেন সালমান নিজেই। যিনি নাচের ভিডিওটি শুট করছিলেন সালমা খানকে তাকে ভিডিও করতে বারণ করতে দেখা যায়।
পারিবারিক নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় সালমান খানকে। কখনও ভাতিজা, ভাগ্নেদের সঙ্গে খেলাধূলা করে কাটাতে, আবার কখনও পরিবারের অন্যান্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সালমানকে।
মা সালমা খান যে সল্লুর ভীষণই কাছের তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সালমানের সঙ্গে তার মায়ের এই নাচের ভিডিও দেখা আপ্লুত ভক্তরা। কমেন্টে কেউ লিখেছেন ‘ভিডিওটি ভীষণই কিউট’। কেউ আবার লিখেছেন ‘মাম্মাস বয়’।
স্বাআলো/এএম
.
Admin
