খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৪জনসহ ১০জন হাসপাতালে

জেলা প্রতিনিধি, নড়াইল : নড়াইল সদর উপজেলার ধাড়িয়াঘাটায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের চারজনসহ ১০ জন অসুস্থ্ হয়ে পড়েছে। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থদের স্বজনরা জানান, সদরের মাইজপাড়া ইউনিয়নের ধাড়িয়াঘাটা গ্রামের ইনছান মোল্যার বাড়িতে সকালে তার স্ত্রী পরিবারের চার সদস্য ধান লাগানো ৬ শ্রমিকের জন্য ভাত, ডিম ভোনা ও পোনা মাছ দিয়ে কাঁচকলার তরকারি রান্না করেন। রান্না করার পর ভাত ঘরে রেখে থালা-বাটি ধুয়ে নিজেরা খাওয়া দাওয়া করেন এবং মাঠে শ্রমিকদের খাবার পাঠান। খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ও মাঠে শ্রমিকরা অসুস্থ্ হয়ে পড়েন এবং  সবাই অজ্ঞান হয়ে পড়েন। অসুস্থ্ অবস্থায় প্রতিবেশি ইনছান আলী, তার মা মোমেনা বেগম, স্ত্রী আশা খাতুন, ৫ বছরের ছেলে ইয়াসিন, ধান লাগানো শ্রমিক টিপু মোল্যা ও তার ভাই মিটু মোল্যা, একই গ্রামের মোস্তাক মোল্যা, শরিফুল মোল্যা, মোক্তার মোল্যা ও কনক মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন>> নড়াইলে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে পুলিশে সোপর্দ

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত জানান, খাবারের সাথে বিষক্রিয়ায় সকলে অসুস্থ্ হয়েছেন। সকলের চিকিৎসা সেবা চলছে। বিষক্রিয়া কেটে গেলে সকলেই সুস্থ্ হয়ে উঠবেন বলে তিনি আশা করেছেন।

স্বাআলো/এম

.

Author