
খুলনা ব্যুরো: খুলনায় প্রায় ৬ বছর পর উন্মুক্ত স্থানে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। মহানগরীর শহীদ হাদিস পার্কে আগামী কাল বৃহস্পতিবার দুপুর ২টায় এই সমাবেশ শুরু হবে। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে।
খুলনা মহানগর বিএনপির নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনায় প্রায় ৬ বছর পর উন্মুক্ত স্থানে সমাবেশ করতে যাচ্ছে দলটি। সমাবেশকে ঘিরে সব জেলা ও উপজেলা থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিটি জেলাতেও সমাবেশ সফল করতে প্রচারণা চালানো হয়েছে। আশা করা হচ্ছে সব জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আসবেন।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের মধ্যে সমাবেশ শেষে ধড়পাকড় হওয়ার আতংকবিরাজ করছে। সমাবেশ শেষে গ্রেপ্তার না করার জন্য ও নেতাকর্মীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে সে ব্যবস্থা করতে পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।
বিএনপি নেতারা জানান, খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম ও ইকবাল হাসান খান মাহমুদ টুকু। সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দুপুর ২টায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্বাআলো/আরবিএ
.
Admin
