চৌগাছা থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন। একই সাথে ৬ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর যশোরের পরিদর্শক শরিফুল ইসলাম, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চৌগাছা শহরের দিছার স্টোর থেকে ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং মালিক দিছার উদ্দিনকে ১০ হাজার টাকা করা হয়। জয়নাল স্টোর থেকে ৭০ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা, লাভলু স্টোর থেকে ২ কেজি পলিথিন জব্দ ও এক হাজার টাকা জরিমানা, নয়ন স্টোর থেকে ৬০ কেজি পলিথিন জব্দ ও এক হাজার টাকা জরিমানা, আজিজুর স্টোর থেকে ৬০ কেজি পলিথিন জব্দ ও এক হাজার টাকা জরিমানা এবং চৌগাছা স্টোর থেকে ১৪ কেজি পলিথিন জব্দ ও এক হাজার টাকা জরিমানা হয়।

স্বাআলো/আরবিএ

.

Author