
ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী ‘ছেলেধরা’গুজবের মধ্যে ‘বিদ্যুৎ থাকবে না’বলে একটি মহল অসৎ উদ্দেশ্যে রটনা ছড়াচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী কয়েকদিন বিদ্যুৎ থাকবে না গুজব ছড়ানোর মধ্যেই বিদ্যুৎ বিভাগ আজ বুধবার বিষয়টি পরিষ্কার করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বিদ্যুৎ বিভাগ এই মর্মে জানাচ্ছে যে, কোনো একটি মহল অসৎ উদ্দেশ্যে রটাচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন।
আরো পড়ুন>>> ১৩৯৪ জনকে চাকরি দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
চাহিদার বিপরীতে মঙ্গলবার পিক আওয়ারে গ্রস বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট। কোথাও লোডশেডিং ছিল না। আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৫১ মেগাওয়াট’।
বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না; আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ বিভাগ গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
স্বাআলো/এসএ
.
Admin
