‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

জেলা প্রতিনিধি, ঝালকাঠি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজ তালুকদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে রাজপুর উপজেলা শহর থেকে আটক করা হয়েছে।

তিনি ঝালকাঠি জেলা শহরের বারচালা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সম্প্রতি রিয়াজ তালুকদার নিজের ফেসবুক আইডিতে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়িয়ে দেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিষয়টি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নজরে আসলে তাকে বুধবার বিকেলে রাজাপুর উপজেলা শহর থেকে আটক করে নিয়ে আসা হয়।

আরো পড়ুন>> ঝালকাঠিতে লাভজনক লেবুচাষে বিঘায় দুই লাখ টাকা আয়

ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, রাজাপুর থেকে তাকে আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতে পুলিশের শীর্ষ কর্মকর্তারাও তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কি না এমন প্রশ্নে ওসি বলেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

স্বাআলো/এম

.

Author