দাঁড়িয়ে থাকা বাসকে দুমড়ে মুচড়ে দিল ট্রাক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, ফারুক, উত্তম, মহিদ, হযরত, নুরজাহান, আবুল, দেবাশীষসহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বাস কালিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে ইটাগাছা হাটের মোড়ে যাত্রীর জন্য দাঁড়ায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাস ও ট্রাকটি।

আরো পড়ুন>> গণপিটুনির ভয়ে আইডি কার্ড হাতে নিয়ে ভিক্ষা!

বাসের মধ্যে থাকা কমপক্ষে ২০ যাত্রী এতে আহত হয়। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যে আটকা পড়ে ট্রাক চালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিছু অংশ কেটে ট্রাক চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

স্বাআলো/এম

 

 

.

Author