ধর্ষণ মামলার আসামি ভারতে পালানোর সময় আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  :  কিশোরগঞ্জের ধর্ষণ মামলার আসামি কামরুল হাসান জয় (৩৩) ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। জয় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাশার জানান, ভারতে যাওয়ার জন্য কামরুল হাসান জয় বেনাপোল ইমিগ্রেশনে আজ বুধবার বিকেলে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায় সে ধর্ষণ মামলার আসামি। পরে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশে তুলে দেয়া হয়।

আরো পড়ুন>> বেনাপোলে হুন্ডিসহ একজন আটক

তিনি আরো জানান, তার বিরুদ্ধে কুলিয়াচর থানায় ধর্ষণ মামলা রয়েছে। কুলিয়ারচর থানার পুলিশকে খবর দেয়া হয়েছে।

স্বাআলো/এম

.

Author