
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম নেপালের গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আরও অন্তত ৩ জন। বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
গত মঙ্গলবার থেকে নেপালে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে এদিন সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পুরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ধস নামে। তার তলায় চাপা পড়ে যায় বেশ কয়েকটি বাড়ি। এই এলাকায় ফের ধস নামার আশঙ্কা আছে। বিপদের মুখে আরও অন্তত ২০টি বাড়ি। এই সমস্ত বাড়ির বাসিন্দারা নিকটবর্তী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী ও পুলিশ সেই কাজে যোগ দেয়। ধসের তলায় আরও অনেকে চাপা পড়ে থাকতে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
