
জেলা প্রতিনিধি, নড়াইল : নড়াইলে ছেলেধরা সন্দেহে ববিতা (৩৫) নামে এক মহিলাকে জনতা পুলিশে দিয়েছে।
আজ বুধবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরাতন ছাত্রাবাস এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি নারানগঞ্জের বন্দর থানার জহরার গ্রামে।
সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ওই মহিলাকে দেখে মানসিক প্রতিবন্ধী মনে হয়েছে। জিজ্ঞাসাবাদে তার নাম ববিতা, স্বামীর নাম স্বপন, বাবার নাম হরিপদ হালদার. বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার জহরার গ্রামে। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মাধ্যমে ওই মহিলার বাড়িতে সংবাদ পাঠানো হচ্ছে।
স্বাআলো/এএম
.
Author
Admin
