পুটখালী সীমান্তে ফেনসিডিলসহ একজন আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের পুটখালী সীমান্ত থেকে ৩৯৯ বোতল ফেনসিডিলসহ মামুন আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকালে তাকে আটক করা হয়। আটক মামুন শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামের বালুর মাঠ বিজিবি পোস্টের পেছনের মাঠ থেকে ৩৯৯ বোতল ফেনসিডিলসহ মামুন আলীকে আটক করা হয়। তার  বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/ডিএম

.

Author