
জেলা প্রতিনিধি, নড়াইল : কালিয়া উপজেলার বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীরে বিদ্যুৎপৃষ্টে ট্রলার শ্রমিক হাশেম মোল্যার (৬০) মৃত্যু হয়েছে। তিনি পারবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানায়, আজ বুধবার বেলা ১১টার দিকে হাশেম বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীরে ট্রলারে সংস্কার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় বিল্লাল হোসেন নামে অপর শ্রমিক আহত হন।
আরো পড়ুন>> নড়াইলে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে পুলিশে সোপর্দ
স্থানীয়রা হাশেম আলীকে উদ্ধার করে দুপুরে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্বাআলো/এম
.
Author
Admin
