
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের ভাতুরিয়া গ্রামে ইমরুজ হোসেন (২৮) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।
আজ বুধবার সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ৪-৫টি মোটরসাইকেল যোগে ৭-৮জন চিহ্নিত সন্ত্রাসী ইমরুজের ঘেরে যায় এবং ইসরাজুলকে কোপাতে উদ্যত হয়। ইমরুজ ছোট ভাইকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তার পিছন থেকে ধারালো দিয়ে কোপ মারে। এসময় সে পড়ে গেলে তারা এক রাউন্ড গুলি করে।
ছোট ভাই ইসরাজুল স্থানীয়দের সহযোগিতায় দুপুর দেড়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার মনিরুজ্জামান লর্ড গুলিটি বের করতে না পারায় তাকে ঢাকায় রেফার করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
