
রংপুর ব্যুরো : রংপুর মহানগরীতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সহ-সভাপতি ও পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান আফসার আলী, সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, আফতাব উদ্দিন, কাজী খয়রাত, মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা।
আরো উপস্থিত সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, শফি কামাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সেবু মন্ডল, সিনিয়র সহ-সভাপতি দুদু ম-ল প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ করে এই সরকার দেশকে গণতন্ত্র বিহীন করার চক্রান্ত করছে। জামিনযোগ্য মামলায় জামিন দেয়া হচ্ছে না। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা করে হয়রানী করছে সরকার।
স্বাআলো/আরবিএ
.
Admin
