এইচএসসি পাসে করেই এমবিবিএস ডাক্তার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর ধোলাইপাড়ের কিউর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারকালে দুই ভুয়া চিকিৎসককে আটক করে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

র‌্যাব-১০ ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বুধবার মধ্যরাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

সরোয়ার আলম জানান, মাত্র এইচএসসি পাস, কিন্তু নিজেকে পরিচয় দেন এমবিবিএস ডাক্তার। এফসিপিএস পার্ট-২ পাস ডাক্তার হিসেবে বহু অপারেশন করেছে। গতকালই দেখা গেলো হাসপাতালের ৭ রোগীর মধ্যে ৫টিই তার অপারেশনকৃত। তিনজনের সিজার আর দু’জনের জরায়ু অপসারণ। গতরাত অভিযানের সময় দেখা যায় এক রোগীর জরায়ুও কেটে ফেলে দিয়েছেন কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতামত ছাড়া। অপারেশনের সময়ও ছিলেন না কোন কনসালট্যান্ট। দুইজন ভুয়া ডাক্তার মিলেই অপারেশন করে ফেলেন। হাসপাতালের মালিক এসএসসি পাস রহিমাও নিজেকে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেন এবং অপারেশন করেন। এমকি গত ১০ জুলাই সিজার করার সময় নবজাতক মারা যায়।

স্বাআলো/এএম

.

Author