
জেলা প্রতিনিধি, বাগেরহাট : সারাদেশে ছেলে ধরা সন্দেহে গুজব ছড়িয়ে গণপিটুনিতে মানুষ হত্যা প্রতিরোধে বাগেরহাট জেলা পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিং করেছে।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংএ উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে একটি কুচক্রি মহল ছেলেধরা গুজব ছড়িয়ে এবং সুযোগ বুঝে অপরিচিতি মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করে দেশে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। এই কুচক্রি মহলের অসৎ উদ্দেশ্যে প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচি মধ্যে জেলা প্রশাসনসহ সকল সরকারি-বেসরকারি দপ্তরে সচেতনতামূলক আলোচনা সভা, সাংবাদিকদের সহযোগিতার জন্য মতবিনিময়, জেলার ৭৫ টি ইউনিয়নে লিফলেট, ফেষ্টুন বিতরন, উঠান বৈঠক, শিক্ষা-প্রতিষ্টানে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন করা, কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে সক্রিয় করা।
আরো পড়ুন>> বাগেরহাট ১০৩ টাকায় পুলিশে চাকরি পেল ৩১ জন
এসময় তিনি আরো বলেন, কোন পরিস্থিতিতে কেউ আইন নিজ হাতে তুলে নিবেন না। যেকোন ঘটনা হলে পুলিশ কে জানাতে হবে। এছাড়াও জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করে জানাতে হবে। তাহলেই কুচক্রিমহল পিছু হটবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ আফজাল, আলী নেওয়াজ বক্তব্য রাখেন।
স্বাআলো/এম
.
Admin
