নলছিটির নাচনমহল ইউপির উপ-নির্বাচনে সেলিম চেয়ারম্যান নির্বাচিত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি : নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সেলিম (নৌকা) নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোট গননা শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সারমিন আফরোজ বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনে নৌকা প্রতীকের সিরাজুল ইসলাম সেলিম পেয়েছেন ৫ হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের হিরন মোল্লা পেয়েছেন ২৭৪ ভোট।

আরো পড়ুন>> ঝালকাঠিতে লাভজনক লেবুচাষে বিঘায় দুই লাখ টাকা আয়

উল্লেখ্য, ২৪ জানুয়ারি নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে নাচনমহল ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলে শূন্য হয়ে পড়ে আসনটি।

স্বাআলো/এম

.

Author