
জেলা প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীতে সাতদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বৃক্ষা মেলা উদ্বোধনের লক্ষ্যে সার্কিট হাউজ চত্বর বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
আরো পড়ুন>> পটুয়াখালী পৌরসভা কার্যালয়ে তালা
বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত।
সাতদিন ব্যাপী এ মেলায় ৩০টি নার্সারি স্টল বসেছে।
স্বাআলো/এম
.
Author
Admin
