প্রতি জেলায় ৫০০ তাবু পাঠানো হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

রংপুর ব্যুরো : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, ‘বন্যা শুরু হওয়ার আগে চাল, শুকনা খাবার, নগদ টাকা এবং তাবু দেয়া হয়েছে। তাবু দেয়াটা এবার ব্যতিক্রম। যাতে বন্যার্ত কাউকে খোলা আকাশের নিচে থাকতে না হয় এজন্য প্রত্যেক জেলার ৫০০ করে তাবু পাঠিয়েছি। বন্যার্ত মানুষদের জন্য সরকারের সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। যা ভবিষ্যতে থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসানের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন>> বন্যায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা

সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামাল, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা  উপস্থিত ছিলেন।

স্বাআলো/এম

.

Author