
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান বলেছেন, চলতি বন্যা মোকাবেলায় ২২টি মন্ত্রণালয় একসাথে কাজ করছে। আমরা বন্যার পুর্বাভাস পেয়েই অতীতের অভিজ্ঞতা থেকে কাজ করছি। বন্যার্তদের মাঝে সাহায্য পৌঁছে দেয়ার জন্য আগেই ত্রাণ সামগ্রি পাঠিয়েছি।
ত্রাণের অপ্রতুলতা নেই তবে সরবরাহ অনেক সময়ে বিলম্বিত হয়। এটার উপরও আমরা জোর দিয়েছি। বন্যা যতই দীর্ঘায়িত হোক না কেন এটা মোকাবেলা করার সক্ষমতা আছে। আগামী দিন শুধু বন্যা মোকাবেলা নয়, বন্যা সহনীয় দেশ হিসেবে তৈরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ড. এনামুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়ির সচিব শাহ কামাল, জেলা প্রশাসক সুলতানা পারভীন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ।
সভা শেষে মন্ত্রী উলিপুর ও চিলমারী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।
.
Admin
