
জেলা প্রতিনিধি, বরগুনা : বরগুনা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য পদে (আমতলী- চাওড়া- আমতলী পৌরসভা সমন্বয়) আসনে উপ-নির্বাচনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল বাশার নয়ন মৃধা টিউবওয়েল প্রতীকে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আহুরুজ্জামান খান আলমাছ পেয়েছেন ১৭ ভোট।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন।
প্রসঙ্গত. জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম খান দুলালের মৃত্যুতে এ ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদটি শূন্য হয়।
স্বাআলো/এম
.
Author
Admin
