মালয়েশিয়া যাওয়ার পথে ১৩ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩ বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার সেলাংগর প্রদেশের তাঞ্জুং রুহ বিচ থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের সিমিনিয়া ৪ ব্যাটালিয়ন ওই ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা পানি পথে এসে তাঞ্জুং রুহ বিচের উপকূল এলাকায় একত্রিত হলে সিমিনিয়া ৪ পদাতিক ব্যাটালিয়ন পুলিশের টহল সদস্যদের নজরে পড়ে।

পরে মালয়েশিয়া পিজিএ সদস্যরা ৬৯ ধারায় গ্রেপ্তার করে ১৩ বাংলাদেশিকে। বর্তমানে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সিমিনিয়া পিজিএ দপ্তরে রাখা হয়েছে। এখনো গ্রেপ্তারকারীদের পরিচয় পাওয়া যায়নি।

স্বাআলো/এএম

.

Author