
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের কুয়াদা বাজারে এক পাগলীর মৃত্যুতে মণিরামপুর উপজেলার জামজমি গ্রামের শহিদুল ইসলামকে ফাঁসাতে ষড়যন্ত্র করা হচ্ছে।
মিথ্যা তথ্য দিয়ে এলাকার সাইফুল ও আনিস তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে শহিদুল ইসলাম অভিযোগ করেন। আজ বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সাইফুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। পূর্বে ডাকাতি করত। এখন সিএনজি স্টান্ড থেকে চাঁদাবাজি করে। আর আনিস জেলা পরিষদের জমি দখল করেছিল।
এলাকায় জেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসে আমি সরকারি জমি দখলমুক্ত করার পক্ষে চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার পক্ষে অবস্থান নিই। অবৈধ মালিকানা উচ্ছেদ করতে চেয়ারম্যানকে সহযোগিতা করি। এ কারণে বাজারে এক পাগলীর মৃত্যুতে এই চক্র আমাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে ও মিথ্যাচার করছে।
স্বাআলো/আরবিএ
.
Admin
