যশোরে প্রথম ইভিএমে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের প্রথম ইভিএমে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। দুটি ভোট কেন্দ্রে ওয়ার্ডটির ৩ হাজার ২৬৯ জন ভোটার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। যা যশোর জেলায় প্রথম।

এদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

ইভিএমে কোন বিড়ম্বনা ছাড়াই ভোট দিতে পেরে ভোটাররা খুশি। কোন বাধা ছাড়া ভোটাররা ভোট দিতে পারায় প্রার্থীরাও সন্তুষ্ট।

প্রথমবারের মত ভোট দিয়েছেন নারায়ণপুর গ্রামের অনার্স পড়ুয়া মুন্নি জীবনে প্রথমবার ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে তিনি উচ্ছসিত। ভোট দেয়ার পর নারায়ণপুর গ্রামের বৃদ্ধ মোশারফ হোসেন বলেন কাগজে ভোট দেয়ার থেকে মেশিনে ভোট দেয়া সহজ। ভোট দিতে পেরে আমি খুব খুশি। এভাবে ভোট নিলে ভোটে কোন কারচুপি করা সম্ভব না।

আরো পড়ুন>>>  লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পর মিলল মাদ্রাসাছাত্রের কাটা মাথা

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন টিউবওয়েল প্রতীকে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভোদড়, মোরগ প্রতীকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন এবং তালা প্রতীকে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী। নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নারায়ণপুর, ইলিশমারি ও ভগবানপুর এই তিনটি গ্রামের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উপজেলা যুবউন্নয়ন অফিসার ও নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজিম উদ্দীন বলেন সুষ্ঠভাবে ভোট গ্রহণ হয়েছে। কোন সমস্যা হয়নি। ভোটাররা বা কোন প্রার্থী কোন অভিযোগ করেন নি। একই কথা বলেন উপজেলা সমবায় অফিসার ও ভগবানপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এম সালাহউদ্দিন।

গত ৯ মে নারায়ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আশাদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই পদটি শূন্য হয়।

স্বাআলো/এসএ

.

Author