যশোরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়া সেই স্কুলছাত্র শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর :  এক বছর আগের বিরোধের জের ধরে যশোরে ইজাজ আহমেদ সৌমিক নামের এক ছাত্রের হাত ভেঙে দিয়েছে দুই কিশোর।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বকচর কবরস্থান এলাকায় সে হামলার শিকার হয়।

সৌমিক শহরের বকচর জোড়া মন্দির এলাকার গহর হাসানের ছেলে এবং শংকরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নবম শ্রেণির শিক্ষার্থী।  তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  যদিও দুপুরের দিকে  যশোরে স্কুলছাত্র খুন বলে  সর্বত্র ছড়িয়ে পড়ে।

হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ জানান,  সৌমিক এখন শঙ্কামুক্ত। তার হাতে আঘাত করা হয়েছে।  এক্সরে রিপোর্ট পাওয়ার পর ভেঙে গেছে কিনা তা জানা যাবে।

সৌমিক জানায়,  গত বছর তার ছোট ভাইয়ের সাথে স্কুলের বেঞ্চে বসা নিয়ে শান্ত নামের এক ছেলের  ঝগড়া হয়।  পরে বিষয়টি  সমাধান করে দেয় সৌমিক।  তারই রেশ ধরে তিনদিন আগে সৌমিককে হুমকি দেয় শান্ত। আর আজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে বকচর কবরস্থানে পৌঁছালে শান্তসহ দুইজন তার ওপর হামলা করে।  তারা রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয়।  এসময় স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

স্বাআলো/ডিএম

.

Author