
জেলা প্রতিনিধি, পিরোজপুর : ইন্দুরকানীতে হত্যা, ডাকাতিসহ ৬ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী জলিল হাওলাদার (৪৮) ওরফে রগকাটা জলিল হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করেছে তার স্ত্রী নাজমা বেগম।মামলায় দুইজনের নাম উল্লেখ করে ১৪জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাজমা বেগম উল্লেখ করেন, রাতে তার স্বামীকে দুইজন পরিচিত লোক তাকে ডেকে নিয়ে যায়। তারপর আর বাড়িতে ফেরেনি।
আরো পড়ুন>> ছাত্রলীগের নেতার বিরুদ্ধে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগ
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান বলেন, নিহত জলিলের স্ত্রী নাজমা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য জলিলের লাশ পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ডাকাত জলিল বুধবার রাতে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী মিল বাড়ি এলাকায় নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে।
স্বাআলো/এম
.
Author
Admin
