
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকার বাড্ডায় ‘ছেলেধরা’ গুজব রটিয়ে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান।
গ্রেফতার পাঁচজন হলেন- মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩)।
রেনুকে পিটিয়ে হত্যার প্রধান সন্দেহভাজন ইব্রাহিম হোসেন হৃদয়সহ মোট ১৩ জনকে এ মামলায় গ্রেফতার করা হল।
পরিদর্শক রাজ্জাক বলেন, ওই পাঁচজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।
স্বাআলো/এসএ
.
Author
Admin
