
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রায় সাড়ে তিন লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার যে তথ্য ছড়িয়েছে তা ‘ছেলেধরা’র মতই গুজব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সপ্তাহব্যাপী ‘মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে তিন লাখ বলে যে তথ্য দেওয়া হচ্ছে সেটি কাল্পনিক। এটি সম্পূর্ণভাবে কাল্পনিক তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য। ‘ছেলেধরা’ আর ‘সাড়ে তিন লাখ ডেঙ্গু আক্রান্তে’র সংখ্যার তথ্য একই সূত্রে গাঁধা। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা জনগণকে সচেতন হয়ে নিজ নিজ জায়গা ও এর আশেপাশের স্থান পরিষ্কার রাখার আহবান জানান।
তিনি বলেন, ডেঙ্গুতে অনেকেই আক্রান্ত হচ্ছেন, অনেকে মারাও গেছেন। বাংলাদেশে প্রকট আকার ধারণ করছে এই রোগ। আসলে আমরা সবাই জানি আমাদের আশেপাশ কীভাবে পরিষ্কার রাখতে হবে। আসুন ডেঙ্গু মশা নিধন করি। আমার বিশ্বাস সবাই সচেতন হলে, আমাদের বাসা ও আশেপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে কোথাও তিন দিনের বেশি পানি জমা হতে না দিলে এই সমস্যার সমাধান হবে।
স্বাআলো/ডিএম
.
Admin
