
জেলা প্রতিনিধি, জামালপুর : জামালপুরের শরিষাবাড়ি উপজেলায় ঝিনাই নদীতে নৌকা ডুবে ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন একটি স্কুলের শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের কঞ্চাশী এলাকায় স্কুল থেকে নৌকাযোগে ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে তার।
তারা হল- ওই গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুবর্ণা (১৭), ঝুমা (১৪), মোস্তফার মেয়ে অন্তরা (১০), একই উপজেলার ভাটিকামারি গ্রামের রিপন শিকদারের মেয়ে রূপসী (৮) ও জবানুর রহমানের মেয়ে জান্নাত (১০)। এদের মধ্যে অতশী ছাড়া সবাই স্থানীয় মতিউর রহমান তালুকদার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। অতশী কারও সঙ্গে স্কুলে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন।
স্বাআলো/এসএ
.
Author
Admin
