৪০তম বিসিএস প্রিলির ফল হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশে কাজ শেষ। ফল প্রকাশের জন্য আজ দুপুর ১২টায় পিএসসিতে সভা ডাকা হয়েছে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হলে বিকেলে ফল প্রকাশ করা হবে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

উল্লেখ্য, গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা রয়েছে, যার মধ্যে প্রশাসনে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেয়া হতে পারে।

স্বাআলো/আরবিএ

.

Author