বিপজ্জনক জুটি ভাঙলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : শুরুতেই উইকেট তুলে নিলেও চাপে ফেলতে পারেনি শ্রীলঙ্কাকে। কুশালে পেরেরাকে সঙ্গে নিয়ে অধিনায়ক দিমুথ করুনারত্নে প্রথম পাওয়ারপ্লেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। দ্রুত রান তুলে নিয়ে দলকে ভালো শুরু এনে দেন। অস্বস্তি বাড়তে থাকা বাংলাদেশ দলে অবশেষে স্বস্তি ফেরালেন মিরাজ। ৩৬ রানে করুনারত্নেকে ফেরালেন তিনি।

স্কোর:

শ্রীলঙ্কা ১০৭/২ (১৫.২)

কুশাল পেরেরা ২২* (৪২)

কুশাল মেন্ডিস ০* (০)

স্বাআলো/এসএ

.

Author