বেনাপোল সীমান্তে অস্ত্র-মাদকসহ একজন আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১২০ পিস ইয়াবা ও ৩০০ বোতল ফেনসিডিলসহ সোলাইমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সকালে বেনাপোল পৌর এলাকার ছোটআঁচড়া মাঠপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক সোলাইমান বেনাপোলের পুটখালী ইউনিয়নের খড়িডাঙা গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
যশোর ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ সোলাইমানকে আটক করা হয়। আটক সোলাইমানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্বাআলো/ডিএম

.

Author