বেনাপোল সীমান্তে সোনার বারসহ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোলের সীমান্তে গাতীপাড়া এলাকা থেকে শুক্রবার সকালে ১কেজি ওজনের ১টি স্বর্ণের বারসহ কামাল হোসেন (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে। আটক পাচারকারীর বাড়ি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে।

যশোর বিজিবির অধিনায়ক সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কামাল হোসেন নামে এক ইজিবাইক ড্রাইভার বেনাপোল থেকে সোনারবার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ইজিবাইক চালিয়ে গাতীপাড়া সীমান্তে গিয়ে বাজারের পাশে অবস্থান করছে ।

এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে এক কেজি ওজনের একটি সোনার বার ও একটি ইজিবাইকসহ তাকে আটক করা হয় । তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এএম

.

Author