ম্যাসেঞ্জারে মাথা লাগার গুজব, চক্রের এক সদস্য আটক

জেলা প্রতিনিধি, নড়াইল : নড়াইলে গুজব ছড়ানোর অভিযোগে নাজমুল হুসাইন নামে এক যুবকে আটক করেছে পুলিশ। ফেসবুকের ম্যাসেঞ্জারে পদ্মা সেতু নির্মাণে এক লাখ মাথা লাগবে এমন গুজব ছড়াচ্ছে একটি চক্র। নাজমুল সেই চক্রের সদস্য। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

পুলিশ সুপার জানান, পদ্মা সেতুতে লক্ষাধিক মানুষের মাথা প্রয়োজন বলে অপপ্রচারের গুজব ছড়ানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নড়াইল পৌর এলাকার মহিষখোলা জেলখানা রোড এলাকার মোহর আলী সরদারের পুত্র নাজমুল হুসাইন বাবু নামে এ যুবককে আটক করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবুসহ অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তারা ফেসবুক ও ম্যাসেঞ্জারের মাধ্যামে এ অপপ্রচার চালাছিলো। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্বাআলো/ডিএম

.

Author